পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আছালত খাঁ গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মো. আরিফ হোসেন (২৭) ও তার স্ত্রী রিয়া বেগম (২২)। তারা ওই আছালত খাঁ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আরিফ হোসেন পেশায় ফটোগ্রাফার। পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বেড়াতে আসা মানুষের ছবি তুলে সংসার চালাতেন তিনি। তার পরিবারের লোকজন ঢাকায় থাকে। সম্প্রতি তারা জমি কিনে ওই এলাকায় বাড়ি করেন। সোমবার বিকেলে আত্মীয়ের বাড়ি দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাত ১২টার দিকে এ দম্পতির কন্যাশিশুর কান্না শুনে বাড়িতে গিয়ে দুজনের মরদেহ ঝুলতে দেখেন প্রতিবেশীরা।
মৃত আরিফের ভাগ্নে খায়রুল জানান, ঘরে মামার এবং বারান্দায় ঝুলন্ত অবস্থায় মামির মরদেহ পাওয়া যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে দুজনের মরদেহ পটুয়াখালী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।”