Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

হাতিরপুলে আগুন: ভবনে নেই কোনো জানালা

ভবনের চারপাশে কোনো জানালা না থাকায় দেয়াল ভাঙতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম

ঢাকার হাতিরপুল কাঁচাবাজারে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার পর তাদেরকে উদ্ধার করা হয়। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি জানান, আগুনের সূত্রপাত ভবনের দ্বিতীয় তলায় থাকা কার্পেটের গোডাউন থেকে। তবে কীভাবে এ আগুন লাগল তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ভবনের চারপাশে কোনো জানালা না থাকায় দেয়াল ভাঙতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া। উদ্ধার তৎপরতা চালাতে অক্সিজেন মাস্ক ও অগ্নিনির্বাপণ কস্টিউম পরে ভেতরে প্রবেশ করছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা।

এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ও দোকান মালিক-কর্মচারীরা ভিড় করছেন।

   

About

Popular Links

x