Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

জবিতে নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

নারীর পৌরোহিত্যে দ্বিতীয়বারের মতো জবিতে দেবীর আরাধনা করা হলো 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগে নারী পুরোহিতের মাধ্যমে বিদ্যার দেবী সরস্বতীর পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় অনুষ্ঠিত পূজায় পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) টানা দ্বিতীয়বারের মতো এই বিভাগের পূজা-অর্চনা পরিচালনা করলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ৩৬টি বিভাগে পূজার আয়োজন পরিচালিত হয় পুরুষ পুরোহিতদের মাধ্যমে।

নিজের অভিজ্ঞতা সম্পর্কে সমাদৃতা ভৌমিক বলেন, “আমাদের দেশে প্রচলিত ধারণা যে মেয়েরা পূজার আয়োজন করতে পারে না। এই ভ্রান্ত ধারণা ভাঙতেই আমি নিজ উদ্যোগে পূজা পরিচালনা করেছি।”

বিভাগের এক শিক্ষার্থী বলেন, “জ্ঞানের ক্ষেত্রে নারী-পুরুষের কোনো বিভেদ নেই। সেক্ষেত্রে পূজার ক্ষেত্রেও লিঙ্গভিত্তিক ভেদাভেদ থাকা উচিত নয়। শাস্ত্রেও কোথাও বলা নেই যে নারীরা পূজা পরিচালনা করতে পারবেন না।”

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৭টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগ, দুটি ইনস্টিটিউট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং চারুকলা অনুষদের তিনটি বিভাগের সমন্বিত উদ্যোগে পূজা উদযাপিত হচ্ছে।

   

About

Popular Links

x