Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশ ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি গোলাম ফারুক

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:৫৩ পিএম

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ধর্ষণ বিরোধী পদযাত্রা চলাকালে ঢাকার পরীবাগ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা করা হয়েছে। এছাড়াও আরও অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে রমনা থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন রমনা থানার ওসি গোলাম ফারুক।

মামলার আসামিরা হলেন- অংঅং মারমা (২৫), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি সুমাইয়া শাহিনা (২৫),  জবি ছাত্র ইউনিয়নের নেত্রী আদ্রিতা রায় (২৩), ছাত্র ফেডারেশন নেতা আরমান (৩০), বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘমল্লার বসু (২৮), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান (২৫), বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড (২৬), ছাত্র ফেডারেশনের হাসান শিকদার (২৫), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (ঢাবি) সীমা আক্তার (২৫), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌকত আরিফ (২৬), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈন আহাম্মেদ (২৪), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহাম্মদ চৌধুরী (২৫)।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, “মামলায় ১২ আসামির নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

   

About

Popular Links

x