Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ কোস্ট গার্ডের

মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন সার্জন লে. আদিব আদনান

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম

সেন্টমার্টিন দ্বীপের শতাধিক অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থঃ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজিএস মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিন এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিকেল এসিস্টেন্টগণ সেন্টমার্টিন দ্বীপের শতাধিক অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন সার্জন লে. আদিব আদনান, এএমসি।

   

About

Popular Links

x