দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরালিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে এ সংক্রান্ত একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে নিজের আবাসন থেকে গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, পোসানি কৃষ্ণ মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, অভিনেতার স্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।
ইন্ডিয়ে টুডের ওই প্রতিবেদনে একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, কৃষ্ণ মুরালি নিজেকে অসুস্থ বলে দাবি করছেন। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান। কিন্তু পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায়।