Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য রিমান্ড’ প্রদর্শনীর নির্দেশ হাইকোর্টের

চলচ্চিত্রটির সার্টিফিকেশন সনদ ইস্যুর নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র “দ্য রিমান্ড” তিন দিনের মধ্যে প্রদর্শনীর নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রর সার্টিফিকেশন সনদ ইস্যুর নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ভাইস চেয়ারম্যান ও উপপরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সার্টিফিকেশন সনদ ইস্যুর বিষয়ে নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন চৌধুরী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ভুইয়া সিরাজী। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. শেখ ফরিদ, অ্যাডভোকেট কে এম জাবির ও অ্যাডভোকেট খালেদা খানম।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র “দ্য রিমান্ড” তিন দিনের মধ্যে মুক্তির নির্দেশনা চেয়ে (সার্টিফিকেশন সনদ ইস্যু) হাইকোর্টে রিট করা হয়। চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল এ রিট দায়ের করেন।

আশরাফুর রহমানের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জসহ অনেকে।

নির্মাণ শেষে চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করলেও এখনও প্রদর্শনের অনুমতি পায়নি। পরে দুইবার সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ দিয়েও কোনো সাড়া না পেয়ে তিন দিনের মধ্যে মুক্তির নির্দেশনা চেয়ে প্রযোজক হাইকোর্টে রিট দায়ের করেন।

   

About

Popular Links

x