একবার সম্পর্ক ভাঙার পর নতুন সম্পর্কে জড়াতে অনেকেরই মনে ভয় কাজ করে। অতীতের ঘটনার পুনরাবৃত্তি হোক, এমনটা আর কেউ চায় না। আর যদি অতীতের অভিজ্ঞতা তিক্ত হয়, সাবেক যদি টক্সিক হয়, তাহলে আরও ভেবেচিন্তে পা ফেলতে হয়। তাছাড়া অতীতের সম্পর্ক থেকে বেরোতেও অনেকের সময় লাগে। তার পর আবার যদি মন ভাঙে, নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে। পাশাপাশি প্রেমের ওপর থেকে বিশ্বাস ওঠে যায়। চট করে কাউকে বিশ্বাস করতে পারেন না তারা। তাই দ্বিতীয়বার সম্পর্কে জড়ানোর আগে নিজেকে সামলানো দরকার।
তাই চলুন জেনে নেওয়া যাক পুনরায় সম্পর্কে জড়ানোর আগে যে ৩ কাজ করবেন।
সৎ থাকুন
পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে নতুন সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে। এই সময় নিজের কাছে এবং সঙ্গীর কাছে সৎ থাকুন। আপনি সম্পর্কটা নিয়ে কী ভাবছেন, আপনার মনের ভেতর কী চলছে, সেই বিষয়ে সঙ্গীর সঙ্গে কথা বলুন। অতীতের ঘটনা ভুলতে পারেননি, সেটাও তাকে জানানো দরকার। কিংবা অতীতের মতো সমস্যায় আর পড়তে চান না, সেটাও জানাবেন।
নিজেকে গুরুত্ব দিন
এই নতুন সম্পর্ক থেকে আপনি কী চাইছেন, সে বিষয়ে নিজের কাছে স্পষ্ট থাকুন। আপনি আদৌ এই নতুন মানুষের সঙ্গে থাকতে চাইছেন কি না, কিংবা নতুন মানুষের কাছ থেকে কী চাইছেন, সেটা আগে নিজে বোঝার চেষ্টা করুন। তারপর সেটা সঙ্গীকে জানান। আপনি সত্যি যদি সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে সবার আগে নিজের চাওয়া-পাওয়া সম্পর্কে সচেতন থাকুন।
সময় দিন
কয়েক সপ্তাহ দেখা করে, আড্ডা দিয়েই সিদ্ধান্ত নেবেন না। কম সময়ের মধ্যে বোঝা যায় না, এই সম্পর্ক আগামী দিনে কী পরিণতি পাবে। সঙ্গী রেড ফ্ল্যাগও হতে পারেন। তাই সময় দিন। একে-অন্যের সঙ্গে সময় কাটান। বন্ধুর মতো করে মিশুন। যতক্ষণ না পর্যন্ত আপনি এই নতুন মানুষের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সুরক্ষিত অনুভব করছেন, সম্পর্ক এগোবেন না।