Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

সুইডেন-ফিনল্যান্ডকে ন্যাটোয় নিতে সমর্থন তুরস্কের

শুরু থেকেই ওই দুই দেশের ন্যাটো জোটে যোগ দেওয়ার বিরোধিতা করেছিল দেশটি

আপডেট : ০১ জুলাই ২০২২, ১০:৫৩ এএম

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আগ্রহ জানানো উত্তর ইউরোপের দেশ সুইডেন ও ফিনল্যান্ডকে সমর্থন দিয়েছে তুরস্ক।

শুরু থেকেই ওই দুই দেশের ন্যাটো জোটে যোগ দেওয়ার বিরোধিতা করেছিল দেশটি।

বুধবার (১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হওয়া ৩ দিনের শীর্ষ সম্মেলনের আগে প্রায় ৪ ঘণ্টা দীর্ঘ আলোচনার পর এমন সিদ্ধান্তে পৌঁছান ৩ দেশের নেতারা।

রয়টার্স বলছে, তুরস্কের সম্মতির মধ্য দিয়ে গত কয়েক দশকের মধ্যে ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটলো।

এর ফলে, পরমাণু শক্তিধর ন্যাটোয় যোগ দিতে সুইডেন ও ফিনল্যান্ডের বড় কোনো বাধা থাকলো না।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি করেছেন। ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনকে তুরস্ক সমর্থন দেবে। আগামী ২ দিনের মধ্যে এ বিষয়ে নতুন উদ্যোগ নেওয়া হবে।

এক টুইটে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালিনা অ্যান্ডারসন বলেন, এইমাত্র সুইডেন, ফিনল্যান্ড ও তুরস্ক গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে। ন্যাটোয় সুইডেনের যোগ দেওয়ার পথ পরিষ্কার হলো।

এছাড়া আলাদা বার্তায় ৩ দেশের সমঝোতা চুক্তির কথা জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপপ এরদোয়ান।

ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গ বলেন, এখন ন্যাটোর ৩০ নেতারা সুইডেন ও ফিনল্যান্ডকে জোটে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন।

   

About

Popular Links

x