চীনের উত্তরের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি ধসে কমপক্ষে ৫৭ জন আটকা পড়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিজিটিএন।
মঙ্গোলিয়া অঞ্চলে পশ্চিম অংশের আলক্সা লিগে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, জিনজিং কোল মাইনিং কম্পানি পরিচালিত একটি শ্যাফটের বিস্তৃত এলাকা জুড়ে একটি ধসের ঘটনা ঘটেছে।
এতে অনেক কর্মরত কর্মী এবং যানবাহন চাপা পড়েছে।
এদিকে খনি থেকে তিনজনকে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছে, উদ্ধারদের দুই জনের কোনো গুরুত্বপূর্ণ আঘাত দেখা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
২০২২ সালের ডিসেম্বরে দেশটির উত্তর-পশ্চিম জিনজিয়াং অঞ্চলে একটি সোনার খনিতে ৪০ জন মানুষ কাজ করার সময় ধসের ঘটনা ঘটে।
এর আগে ২০২১ সালে উত্তর শানসি প্রদেশের একটি প্লাবিত কয়লা খনি থেকে ২০ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছিল এবং দুজনের মৃত্যু হয়েছিল।