নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার উল্টে যাওয়ার পর বিস্ফোরিত হয়ে কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দেশটির উত্তর মধ্যাঞ্চলের নাইজার রাজ্যের সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসির প্রতিবদেনে বলা হয়েছে, ট্যাংকারটি উল্টে যাওয়ার পর স্থানীয় মানুষজন জ্বালানি সংগ্রহ শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই এটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অনেকে। বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজন উদ্ধারকারীও আছেন। আহতদের কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, বলেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
রাস্তার বেহাল দশা ও লক্কড়ঝক্কড় গাড়ির কারণে নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনা ও বিস্ফোরণের ঘটনা প্রায়ই দেখা যায়।
নাইজেরিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। দুই সপ্তাহ আগে, তেল সমৃদ্ধ ডেল্টা রাজ্যে দুর্ঘটনায় জড়িত একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হন । এ ছাড়া অক্টোবরে লিক হওয়া ট্যাংকার থেকে পেট্রোল সংগ্রহের চেষ্টা করার সময় বিস্ফোরণে অন্তত ১৫৩ জন মারা যান।
অনেকদিন ধরে দেওয়া জ্বালানি ভর্তুকি অপসারণসহ নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা টিনুবুর বেশ কিছু অর্থনৈতিক সংস্কারের পরে গত ১৮ মাসে জ্বালানির দাম ৪০০% এর বেশি বেড়ে গেছে।
এর ফলে দেশটির লাখ লাখ বাসিন্দা দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, টিকে থাকার জন্য মরিয়া হয়ে অনেকেই ঝুঁকি নিতে দ্বিধা করছেন না। নাইজেরিয়ার সরকার অবশ্য বলছে, তাদের এসব পদক্ষেপের লক্ষ্য হচ্ছে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা।