Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

তুরস্কের স্কি রিসোর্টে আগুন, নিহত ৬৬

আগুনে আরও অন্তত ৫১ জন আহত হয়েছে

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম

তুরস্কে বোলুতে একটি স্কি রিসোর্টে আগুনের ঘটনায় অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের ঘটনায় আরও অন্তত ৫১ জন আহত হয়েছে বলে বিবিসি দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় ভোর রাত সাড়ে তিনটার দিকে গ্র্যান্ড কার্তাল হোটেল নামের ১২ তলা ওই আবাসিক হোটেলে আগুন লাগে। বছরের এই ব্যস্ত সময়ে হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন।

তুরস্কের গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেকে জানালা থেকে বিছানার চাদর বা কাপড় ঝুলিয়ে ভবনের আগুন থেকে পালানোর চেষ্টা করছেন।

বোলু গভর্নর আবদুল্লাআজিজ আয়দিন জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে জানা যাচ্ছে যে, চারতলায় হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেটি ওপরের তলাগুলোয় ছড়িয়ে পড়ে।

হোটেলের কক্ষগুলো আরো অতিথি আটকে আছে কি-না, এখন তার অনুসন্ধান চলছে।

   

About

Popular Links

x