এভারেস্ট পর্বতে আরোহণের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে নেপাল। একইসঙ্গে দেশটির অন্যান্য পর্বতে আরোহণের ফিও বিভিন্ন হারে বাড়ানো হচ্ছে। এপ্রিল-মে মৌসুমে থেকে এটি কার্যকর হবে।
বুধবার (২২ জানুয়ারি) দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক নারায়ণ প্রসাদ রেগমি এই ঘোষণা দেন। প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো পর্বতারোহণের ফি বাড়ানোর ঘোষণা দিল নেপাল। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের।
নারায়ণ প্রসাদ রেগমি জানান, এখন এভারেস্টে আরোহণ করতে গুনতে হবে ১৫ হাজার মার্কিন ডলার। আগে তা ছিল ১১ হাজার ডলার। এই ফি প্রায় এক দশক কার্যকর ছিল।
আরোহণ ফি দীর্ঘ সময় পর্যালোচনা করা হয়নি। এখন তা করা হলো বলে জানান তিনি।
এভারেস্টে পর্বত আরোহণের সবচেয়ে জনপ্রিয় মৌসুম হলো এপ্রিল-মে। আগামী মৌসুম থেকে সাউথ ইস্ট রিজ বা সাউথ কোল রুট ধরে যারা এভারেস্টে আরোহণ করবেন, তাদের এই বাড়তি ফি গুনতে হবে। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে এই পথ ধরেই প্রথম এভারেস্ট জয় করেছিলেন।
এছাড়াও অপর দুই মৌসুমে আরোহণের জন্য গুণতে হবে এর অর্ধেক ফি। অর্থাৎ সেপ্টেম্বর-নভেম্বর ও ডিসেম্বর-ফেব্রুয়ারি এভারেস্ট আরোহণের জন্য এখন থেকে যথাক্রমে ফি গুনতে হবে ৭,৫০০ ও ৩,৭৫০ মার্কিন ডলার।
এভারেস্টসহ বিশ্বের সর্বোচ্চ পর্বতের ৮টিই নেপালে। এসব পর্বতে প্রতিবছর শত শত বিদেশি পর্বতারোহী ওঠার চেষ্টা করেন। পর্বতারোহীদের থেকে যে ফি নেওয়া হয়, তাই দেশটির রাজস্ব ও কর্মসংস্থানের অনেক বড় উৎস।
পর্বত আরোহণের সঙ্গে জড়িত এমন কিছু সংগঠন বলছে, ফি বাড়ানোর আলোচনা গত বছর থেকে চলছে। ফি বাড়ানোর কারণে পর্বতারোহী কমার কোনো আশঙ্কা নেই। প্রতিবছর প্রায় ৩০০ ব্যক্তিকে এভারেস্টে আরোহণের অনুমতি দেওয়া হয়।
অস্ট্রিয়াভিত্তিক পর্বতারোহণ সংগঠক ফার্টেনবাখ অ্যাডভেঞ্চারসের লুকাস ফার্টেনবাখ ফি বাড়ানো প্রসঙ্গে বলেন, “ফি বাড়ানোর বিষয়টি প্রত্যাশিত ছিল। নেপাল সরকার যে পদক্ষেপ নিয়েছে তা বোধগম্য। আমার বিশ্বাস, বাড়তি ফির একটি অংশ পরিবেশ রক্ষা ও এভারেস্টের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে।”