Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

কোচিংয়ে ফিরছেন জিদান?

নতুন করে খবর বেরিয়েছে, কিংবদন্তি এই মিডফিল্ডারকে আবারও দেখা যাবে কোচের ভূমিকায়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৯ এএম

প্রায় তিন বছর হতে চলল কোচিংয়ে নেই জিনেদিন জিদান। তার ফেরা নিয়ে মাঝে বেশ কয়েকবার গুঞ্জন ছড়িয়েছে। তবে সেই জল্পনা-কল্পনার অবসান হয়নি। এবার নতুন করে খবর বেরিয়েছে, কোচিং ক্যারিয়ারের শুরুতেই অভূতপূর্ব সাফল্য পাওয়া কিংবদন্তি এই মিডফিল্ডারকে আবারও দেখা যাবে ডাগআউটে।

সম্প্রতি ইতালি ও জুভেন্টাসের কোচ মার্সেলো লিপ্পিকে নিয়ে তৈরি একটি ডকুমেন্টারিতে অংশ নিয়ে নিজের ভবিষ্যতের ব্যাপারে কথা বলেছেন জিদান। সেখানে কোচিংয়ে ফেরার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

জিদান এমন সময়ে কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন যখন বাজে পারফরম্যান্সের কারণে বায়ার্ন মিউনিখ কোচ থমাস টুখেলকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। এখন নতুন কোচ খুঁজছে ক্লাবটি।

গোল ডটকমসহ ক্রীড়াভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, জিদানকে ম্যানেজারের সিটে বসাতে মরিয়া হয়ে আছে বায়ার্ন মিউনিখ।

ডকুমেন্টারিতে অংশ নেওয়ার সময়ে আবারও কোচিংয়ে ফেরা নিয়ে জিদানকে প্রশ্ন করলে তিনি বলেন, “অবশ্যই আমি কোচিংয়ে ফিরব। যেকোনো কিছুই হতে পারে। এখন অন্যকিছু করছি। তবে আমি অবশ্যই কোচিংয়ে ফিরতে চাই।”

পেশাদার কোচ হিসেবে এখন পর্যন্ত কেবল রিয়াল মাদ্রিদেই দায়িত্ব পালন করেছেন জিদান। ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফুটবলার জিদান ২০১৩ সালে লস ব্লাঙ্কোসদের সহকারী কোচের দায়িত্ব পান। এরপর দুই দফায় মাদ্রিদের ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ আরও বেশকিছু শিরোপা ঘরে তুলেছে ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি।

২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়েন জিদান। এরপর থেকে অনেকটা আড়ালে সময় কাটছে সাবেক তারকা ফুটবলারের। মাঝে গুঞ্জন উঠেছিল ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসবেন তিনি। যদিও সে গুঞ্জন বাস্তবে পরিণত হয়নি।

   

About

Popular Links

x