তৃতীয় দিনের শুরুতেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ। ৪৮ রানে হারায় ৮ উইকেট। এ অবস্থায় ১০৩ রানের জুটি গড়েন মুমিনুল ও তাইজুল। এই জুটি ব্যাটিং করেছে ২৭ ওভারের বেশি সময়। টেস্টে যা নবম উইকেট জুটিতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ।
দ্বিতীয় সেশনের শুরুতে মুমিনুল ৮২ রানে আউট হওয়ার পর আর টেকেনি স্বাগতিকদের প্রতিরোধ। অবশ্য মুমিনুল দারুণ ব্যাটিংয়ে জুটি না গড়লে শতরানের আগেই ইনিংস গুটিয়ে যেতো। তার ব্যাটিংয়েই বাংলাদেশ ১৫০ পার হতে পেরেছে। ৮২ রান করেছেন মুমিনুল, তাইজুল ৩০। এই দুইজন ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন শুধু মাহমুদুল, তিনি করেছেন ১০ রান।
তাইজুল শেষ উইকেট হিসেবে মহারাজকে ক্যাচ দিলে প্রথম ইনিংস শেষ হয় ১৫৯ রানে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৫৭৫ রান। তাদের প্রথম ইনিংসের লিড ৪১৬ রানের।
ফলো-অনে বাংলাদেশ
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার লিড ৪১৬ রানের। তারপরও দক্ষিণ আফ্রিকা ফলো-অন করাবে কি-না, এই কৌতূহল ছিল। প্রচণ্ড গরমে পেসারদের বিশ্রাম দেওয়ার ভাবনা থাকতে পারত। তবে বাংলাদেশকে গুটিয়ে দিতে তৃতীয় দিনে খুব বেশি বোলিং করতে হয়নি কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসনকে। বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠিয়ে ইনিংস জয়েই চোখ রাখছে প্রোটিয়ারা।
স্কোর: প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৫.২ ওভারে ১৫৯/১০ ( রানা ০*; সাদমান ০, জাকির ২, জয় ১০, হাসান ৩, শান্ত ৯, মুশফিক ০, মিরাজ ১, মাহিদুল ০, মুমিনুল ৮২, তাইজুল ৩০)
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৪৪.২ ওভারে ৫৭৭/৬ (মুথুসামি ৭০*, মুল্ডার ১০৫*; মারক্রাম ৩৩, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ৫৯, ডি জর্জি ১৭৭, ভেরেইন ০, রিকেলটন ১২)