ওপেনার রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে আফগানিস্তানের কাছে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও আফগানদের পেছনে পড়ে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেষ হতেই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮–এ, বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯–এ।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬, আফগানিস্তানের ৮৪। বাংলাদেশ সিরিজে দুটি ম্যাচ হারায় আর আফগানরা দুটি ম্যাচ জেতায় দুই দলের পয়েন্টই এখন ৮৫। অর্থাৎ, আফগানদের ১ পয়েন্ট বেড়েছে অন্যদিকে বাংলাদেশের ১ পয়েন্ট কমেছে।
বাংলাদেশের পরের সিরিজ র্যাঙ্কিংয়ের দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আফগানদের পরের সিরিজ ১৩ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।
১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।