Thursday, April 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফাইনালে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন মিচেল

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৬:৫৮ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে ২৫২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ইউলিয়ামসনরা।

রবিবার (৯ মার্চ) দুবাইয়ে আইসিসির নবম চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয় দল দুটি।

প্রথমে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্র উড়ন্ত শুরু করলেও স্পিনারদের দাপটে ম্যাচ ঘুরিয়ে ফেলে ভারত। ব্যাটে সুবিধা করতে পারেনি কিউইরা। মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ করতে পারেনি তারা। মিচেল ও ব্রেসওয়েলের ফিফটিতে ভর করে আড়াইশ ছুঁয়েছে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। ইনিংসের ষষ্ঠ ওভারেই আক্রমণে স্পিনার আনেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপর একাদশ থেকে ৪৩তম ওভার পর্যন্ত স্পিনাররাই একটানা বল করতে থাকেন।

শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার রাচিন ২৯ বলে চার চার ও একটি ছক্কায় করেন ৩৭ রান। এরপর অনেকক্ষণ একপ্রান্ত আগলে রাখা মিচেল ফিফটি তুলে খেলেন ১০১ বলে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস। শেষদিকে ব্রেসওয়েলের আক্রমণাত্মক হাফসেঞ্চুরিতে কিউইরা আড়াইশ পার করে। তিনি ৪০ বলে ৩ চার ও দুটি ছক্কায় অপরাজিত থাকেন ৫৩ রানে।

   

About

Popular Links

x