Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

টি-টোয়েন্টিতে সুপার ওভারে শূন্য রানের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম এমন ঘটনা ঘটলো

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০১:৪৯ পিএম

টি-টোয়েন্টির সুপার ওভার মানেই এক অন্যরকম রোমাঞ্চ। আর সেই সুপার ওভারেই জন্ম নিয়েছে রান না করার এক বিশ্বরেকর্ড। সুপার ওভারে এবারই প্রথম কোনো রান না করে ইনিংস শেষ করেছে একটি দল। যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নজির।

সুপার ওভার মানে হরো ৬ বলের খেলা। এই সয় ছয়-চারের চেষ্টা থাকে সবচেয়ে বেশি। দলের সবচেয়ে শক্তিশালী ব্যাটসম্যানকে নামানো হয় এসময়।

ঘটনাটি ঘটেছে মালয়েশিয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। মুখোমুখি হয়েছিল বাহরাইন ও হংকং। ভাগ্য নির্ধারণী এই সুপার ওভারে কোনো রান করতে না পারায় ম্যাচটা হেরেছে বাহরাইন।   

সিরিজে গত সপ্তাহে বাহরাইনের কাছে পরাজিত হয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল হংকং। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে তারা ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে স্কোর টাই করে বাহরাইন। ৮ উইকেটে দলটির ইনিংস থামে ১২৯ রানে! 

তার পর ম্যাচটা সুপার ওভারে গড়ালে শুরুতে ব্যাট করতে আসে বাহরাইন। শুরুতে ব্যাট করতে নামেন বিন ও সোহেল আহমেদ। দুর্ভাগ্য ইহসানের প্রথম বলে কোনো রান নিতে পারেননি বিন। পরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় বলে ইহসানের আঘাতে আরও একটি উইকেট পড়লে শূন্য রানে শেষ হয় বাহরাইনের ইনিংস। 

উল্লেখ্য, সুপার ওভারে আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ব্যাটিং টিমের এক ওভারের ইনিংস ২টি উইকেট পড়লেই সমাপ্ত বলে বিবেচিত হয়।

মাত্র ১ রানের লক্ষ্যে খেলতে নেমে হংকংয়ের বাবর হায়াত সতর্কতার সঙ্গে ইনিংসের সূচনা করেন। আব্দুল মজিদের প্রথম দুই বলে ডট দেন দুটি। তার পর সিঙ্গেল নিয়ে রোমাঞ্চকর ম্যাচের ইতি টানেন।

   

About

Popular Links

x