Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

বোলিংয়ে আর বাধা নেই সাকিবের

যেকোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের আর বোলিং করতে বাধা নেই

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১১:৫০ এএম

দীর্ঘদিনের বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান। যেকোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের আর বোলিং করতে বাধা নেই। সাকিবকে অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট।

বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও ইংল্যান্ডে সর্বশেষ টেস্টের পরীক্ষায় উতরে গেছেন। তাতে তার গৌরবময় ক্যারিয়ারের অস্থির পর্বের ইতি ঘটেছে।

সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে তার সর্বশেষ পরীক্ষাটি হয়েছে ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন গতকাল। তার বোলিং ‌‍অ‍্যাকশন এখন বৈধ। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।

ক্রিকবাজকে নিজের সুখবরের কথা নিশ্চিত করে সাকিব বলেছেন, “বোলিং পরীক্ষায় উত্তীর্ণের সংবাদটি সত্যি। আমি আবার বোলিং করতে পারবো।”

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি ওই সরকারের সংসদ সদস্য এই ক্রিকেটার। গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলেও তাকে রাখা হয়নি বোলিংয়ের নিষেধাজ্ঞার কথা জানিয়ে। এখন নিষেধাজ্ঞা না থাকলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ধোয়াশাঁ থাকছেই। আগামী সোমবার তার বয়স পূর্ণ হতে চলেছে ৩৮।

   

About

Popular Links

x