বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। তিনি পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন।
সোমবার (২৪ মার্চ) বিকেলে কেপিজে বিশেষায়িত হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম।
তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন পরিবারের সদস্য ও সতীর্থরা। বিকেএসপিতে ম্যাচ খেলে হাসপাতালে এসেছেন তার সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও স্পিনার তাইজুল ইসলাম।
সকালে মুশফিক, মাহমুদউল্লাহদের সঙ্গে মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়েছিলেন তামিম। শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেন। এরপর তিনি বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে আনা হয়।
একপর্যায়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হলেও অসুস্থতা বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। এরপর আবার কেপিজে বিশেষায়িত হাসপাতালে আনার পর তার বুকে ব্লক ধরা পড়ে। একটি রিংও পরানো হয়েছে।