Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

তামিমের উদ্দেশে সাকিব: তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে

সাকিব লিখেছেন, ‘আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ’

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১১:৫০ পিএম

খেলার মাঠে হার্ট অ্যাটাক করে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে তিনি সাভারের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এনজিওগ্রাম করানোর পর হার্টে রিংও পরানো হয়েছে। তামিম এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সাবেক অধিনায়কের জন্য দোয়া করছেন সবাই। সাকিব আল হাসানও তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”

সাকিবকে উদ্দেশ্য করে তামিম লিখেছেন, “তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।”

দেশবাসীর কাছে তামিমের জন্য দোয়া চেয়ে সাকিব লিখেছেন, “তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!”

   

About

Popular Links

x