হার্ট অ্যাটাক করে সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
মঙ্গলবার (২৫ মার্চ) চিকিৎসাধীন তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা ও মা শিরিন শারমিন।
হাসপাতালে তাদের আসার খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল।
তামিমকে দেখে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন সাকিবের বাবা-মা। সাকিবের বাবা মাসরুর রেজা বলেন, “তামিম সুস্থ আছেন। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে বাসায় ফিরতে পারবে। ইকবাল ভাইতো (তামিমের বাবা) আমার খেলার বন্ধু। ফলে তামিমের বাবার বিয়ের আগেই তার সঙ্গে আমার সম্পর্ক। তামিম আমার সন্তান, তার এই খবরে অস্থিরতার মধ্যে ছিলাম।”
সাকিবের মা শিরিন রেজা বলেন, “আল্লাহ রহমত করেছেন। দেশের মানুষের দোয়া ছিল। সবকিছু মিলিয়ে তামিম এখন ভালো আছে। মা হিসেবে আমার কাছে এই খবরটি স্বস্তির।”
উল্লেখ্য, সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। এরপর ওই হাসপাতালে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) পরানো হয় তামিমের।
আপাতত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে পর্যবেক্ষণে আছেন তামিম। বর্তমানে সুস্থ আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরিবারের সবার সঙ্গে কথা বলার পাশাপাশি খাওয়া-দাওয়ায় করছেন তিনি।
জানা গেছে, আগামী তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তামিম। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শে ক্রিকেটে ফিরতে পারেন তিনি।
এদিন মাঠ থেকে তামিমের হার্ট অ্যাটাকের খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে পুরো ক্রীড়াঙ্গন। ১৯তম বোর্ড সভা স্থগিত করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিমরা ছুটে যান সাভারের ওই হাসপাতালে। তামিমের সুস্থতার জন্য দোয়া কামনা করেন সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের তারকারা। তামিমের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন সাকিব আল হাসানও।