শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ।
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে যাত্রা শুরু হচ্ছে তার। নতুন যুগের সূচনা হলো বাংলাদেশেরও।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ তে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে পারভেজ ও তানভীরের।
শ্রীলঙ্কা একাদশ
নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্ডো।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।