কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরেছে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।
বুধবার (২ জুলাই) কলম্বোয় সিরিজের প্রথম ম্যাচে এক উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলে বাংলাদেশ। এমন চমৎকার শুরুর পর হঠাৎ ছন্দ পতন। এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন আরও ছয় ব্যাটার। মাত্র ৫ রান যোগ করতে গিয়ে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
২৪৫ রানের লক্ষে নেমে বাংলাদেশ শুরুটা দারুণ করে। প্রথম ওভারে পারভেজ হোসেন ইমন টানা দুটি চার মারেন। পারভেজের ওয়ানডে অভিষেকের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু ১৩ রানেই থামতে হয় তাকে। ১৬ বল খেলে ৩টি বাউন্ডারি হাঁকান বাঁহাতি এই ওপেনার। ২৯ রানে ভাঙে ওপেনিং জুটি।
এরপর তানজিদ তামিম আর নাজমুল হোসেন শান্ত জুটি গড়েন। তাদের ৭১ বলে ৭১ রানের জুটিটি ভাঙে শান্ত রানআউট হলে। দুই রান নিতে গিয়ে ভুল করেন শান্ত, ২৬ বলে ২ চারে করেন ২৩ রান।
শান্ত আউট হওয়ার পরই অবিশ্বাস্য ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ব্যাটাররা কেবল উইকেটে এসেছেন আর ফিরে গেছেন। ৫ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ যেন দেখিয়ে দিয়েছে, জিততে না চাইলে কোনোভাবেই জেতানো যায় না!
এরপর লিটন দাস ০ রানে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হন। দুই বল পরে সাজঘরে তানজিদ তামিমও। ৬১ বলে ৯ চার আর ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। কামিন্দু মেন্ডিসের বলে বোল্ড হন তাওহিদ হৃদয়। হাসারাঙ্গার ঘূর্ণিতে মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউ হন ০ রানেই।
এরপর তানজিম সাকিব (১), তাসকিন আহমেদের (০) মতো লোয়ার অর্ডার আর টিকবেন কীভাবে! তানভীর ইসলাম করেন ৫ রান।
জাকের আলী একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। ৫০ রান করেন তিনি। শেষ ব্যাটার হিসেবে জাকের ৬৪ বলে ৪টি করে চার ও ছক্কা মেরে ৫১ করে আউট হন।
শ্রীলঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০ রান দিয়ে পান ৪টি উইকেট। ৩ উইকেট পান কামিন্দু মেন্ডিস।
এর আগে, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই লঙ্কানদের চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কার ব্যাটে সেখান থেকে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সেঞ্চুরি করেন আসালাঙ্কা। তবে এসময় আরেক প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।
বুধবার কলম্বোয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার পূর্ণ হওয়ার আগেই ২৪৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করেন আসালঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৫.৫ ওভারে ১৬৭/১০ (মোস্তাফিজ ০*, ইমন ১৩, শান্ত ২৩, লিটন ০, তানজিদ ৬২, হৃদয় ১, মিরাজ ০, তানজিম ১, তাসকিন ০, তানভীর ৫, জাকের ৫১)
শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২৪৪/১০ (আসিথা ১*; নিসাঙ্কা ০, মাদুশকা ৬, কামিন্দু ০, মেন্ডিস ৪৫, লিয়ানাগে ২৯, মিলান ২২, হাসারাঙ্গা ২২, থিকশানা ১, আসালাঙ্কা ১০৬, মালিঙ্গা ৫)