Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

২৩ ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করলো স্টারলিংক

ভবিষ্যতে স্টারশিপ রকেটের মাধ্যমে আরও স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ এএম

যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ কোম্পানি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে স্টারলিংকের ২৩টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। এটি ছিল ফ্যালকন ৯ রকেটের ৪৫০তম মিশন।

স্পেসএক্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন ৯ রকেটে করে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

২৩টি স্টারলিংক স্যাটেলাইট স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব স্যাটেলাইটের মধ্যে ১৩টির “ডিরেক্ট টু কল” সক্ষমতা রয়েছে। ভবিষ্যতে স্টারশিপ রকেটের মাধ্যমে আরও স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। স্যাটেলাইটগুলো লেজার ব্যাকহলের মাধ্যমে স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়ে বিশ্বব্যাপী দ্রুত ও নিরবচ্ছিন্ন মোবাইল-সংযোগ নিশ্চিত করবে।

স্পেসএক্সের মতে, স্টারলিংক এমন জায়গাগুলোতে উচ্চ-গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করবে যেখানে অ্যাক্সেস অনির্ভরযোগ্য, ব্যয়বহুল বা সম্পূর্ণ অকার্যকর।

   

About

Popular Links

x