Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

২৫ বছর পর আবার এলো নকিয়া ৩২১০

নতুন ডিজাইনের ফোনটি এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম

নতুন মডেলের জনপ্রিয় ফিচার ফোন নকিয়ার ৩২১০ আবার বাজারে পাওয়া যাচ্ছে। ১৯৯৯ সালের ১৮ মার্চ প্রথমবার বাজারে আসা এই ফোন বিশ্বব্যাপী প্রায় ১৬ কোটি ইউনিট বিক্রি হয়েছিল। এরপর ২০২৪ সালের মাঝামাঝি বিশ্ববাজারে নতুন নকিয়া ৩২১০ বিক্রি শুরু হয়।

এখন বাংলাদেশের বাজারে সোনালি, নীল ও কালো রঙে নতুন ডিজাইনের নকিয়া ৩২১০ ফোন দীর্ঘ ২৫ বছর পর পাওয়া যাচ্ছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৬,৫০০ টাকা। এইচএমডি গ্লোবালের সম্প্রতি দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সংস্করণের ফোনটিতে ২.৪ ইঞ্চি কিউভিজিএ রেজল্যুশনের ডিসপ্লে রয়েছে। পেছনে এলইডি ফ্ল্যাশসহ ২ মেগাপিক্সেলের ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। ১,৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটি একবার চার্জ দিয়ে প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত টানা কথা বলার সুবিধা পাওয়া যাবে। 

ফোনটির বিল্ট-ইন স্টোরেজ ১২৮ মেগাবাইট। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ৬৪ মেগাবাইট র‍্যামের ফোনটিতে এফএম রেডিও, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ব্লুটুথ ৫.০ সুবিধা রয়েছে। 

ফোনটিতে ফোরজি ইন্টারনেট সাপোর্ট থাকায় আগের মডেলের তুলনায় আরও উন্নত সংযোগ সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এছাড়া একই সঙ্গে দুটি সিম ব্যবহারের সুযোগও রয়েছে।

এদিকে, গ্রামীণফোনের সঙ্গে একটি বিশেষ বান্ডিল অফার থাকায় নির্দিষ্ট পরিমাণে ফ্রি ইন্টারনেট ডেটাও পাওয়া হবে।

   

About

Popular Links

x