Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

সব ধরনের ইন্টারনেটের দাম ১০% কমাল সাবমেরিন কেবল কোম্পানি

‘অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০% পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে’

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৩:৫৯ পিএম

সব ধরনের ইন্টারনেটের দাম ১০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি।

শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

এই সিদ্ধান্তের ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা- উভয় ক্ষেত্রেই টেলিকম কোম্পানিগুলোর খরচ কমবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সব ব্যান্ডউইথের দাম ১০% কমে আসবে। এছাড়া ‘ব্যাকবোন’ পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার কথা হচ্ছে। তাতে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯% কমে যাবে।”

তিনি বলেন, “ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০% পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে।”

আগামী বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবল সিমিউই-৬ এর সঙ্গে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন ফয়েজ আহমদ।

   

About

Popular Links

x