Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

টুইটারের লোগো ৩৪ হাজার ডলারে নিলামে বিক্রি

নিলামে অংশ নেওয়া ক্রেতার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম

টুইটারের অফিসে এক সময় শোভা পাওয়া নীল পাখির লোগোটি নিলামে বিক্রি হয়েছে ৩৪,৩৭৫ ডলারে। তবে নিলামে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি এক নিলামে বিক্রি হয়েছে টুইটারের লোগোটি। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিরল ও সংগ্রহযোগ্য জিনিসপত্র নিলামকারী আরআর অকশনের ধারনা অনুসারে টুইটারের লোগো বিক্রির মূল্য ৪০ হাজার ডলারের চেয়ে কিছুটা কম। তবুও সামাজিক যোগাযোগমাধ্যম ইতিহাসের একটি মূল্যবান অংশ টুইটারের এই লোগোটি। স্যান ফ্রান্সিসকোর সদর দপ্তরের ১২ ফুট লম্বা পাখির টুইটারের লোগোটি বেঁচে থাকবে চিরকাল।

নিঃসন্দেহে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির সঙ্গে জড়িত আইকনিক বিভিন্ন প্রতীকের মধ্যে একটি। ২৫৪ কিলোগ্রাম ওজনের এই লোগোটির মাপ ১২ ফুট বাই ৯ ফুট বা ৩.৭ মিটার বাই ২.৭ মিটার বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কেনার পর এর নাম বদলে এক্স রাখেন। অনেক জল্পনা কল্পনার পর ২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন মাস্ক। ২০২৩ সালে টুইটারের সাবেক অফিসের বেশিরভাগ বিষয়বস্তুই নিলামে তোলা হয়। সেই সময়ে জনপ্রিয় হয়েছিল লোগোর অন্যান্য ও সামান্য ছোট বিভিন্ন সংস্করণও।

ওই সময় টুইটারের সদর দপ্তর সান ফ্রান্সিসকো থেকে আইকনিক নীল পাখির প্রতীক দুটি অনানুষ্ঠানিকভাবে সরিয়ে ফেলা হয়। ওই সময় অফিসটিতে সাজানো এক মূর্তি এক লাখ ডলারে বিক্রি হয়। ওই ভবনের আরেকটি বড় পাখির লোগোটিও সেই সময় অঘোষিত মূল্যে নিলামে উঠেছিল।

   

About

Popular Links

x