Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ৩০ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা

এছাড়া, ১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র

আপডেট : ১৮ জুন ২০২২, ০৬:২৯ পিএম

বন্যার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর ক্লাস পরীক্ষা আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ জুন) বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

এছাড়া, ১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র। 

উল্লেখ্য, গতকাল থেকে টানা বর্ষণের ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী ও অন্যান্যরা।

   

About

Popular Links

x