Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ধলেশ্বরীতে কোরবানির ২৭ গরু নিয়ে ট্রলারডুবি

ডুবে যাওয়া ২৭টি গরুর মধ্যে ১৭টিকে জীবিত উদ্ধার করা হয়েছে

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০২:৫১ পিএম

মানিকগঞ্জের ঘিওরের ধলেশ্বরী নদীতে ২৭টি কোরবানির গরু নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব।

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীর ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান, ডুবে যাওয়া ২৭টি গরুর মধ্যে ১৭টিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুটি গরু। বাকি ৮টি গরু নিখোঁজ রয়েছে।

তিনি আরও জানান, সকালে দৌলতপুর উপজেলার কয়েকজন খামারি নৌপথে কোরবানির ২৭টি গরু নিয়ে বিক্রির জন্য রাজধানীর গাবতলির হাটের উদ্দেশে রওনা দেন। উপজেলার পুরাতন ব্রিজ এলাকায় আসার পর ব্রিজের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ধলেশ্বরী নদীতে ডুবে যায়।

ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, “উদ্ধার কাজ এখনও চলছে। উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা উদ্ধারের কাজ করছেন। সবগুলো উদ্ধারের পর বলা যাবে ক্ষতির পরিমাণ।”

   

About

Popular Links

x