Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্থগিত থাকা স্মার্ট কার্ড বিতরণ নিয়ে যা জানা গেল

আট বছরেও দেশের সব নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছানো সম্ভব হয়নি

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০১:৫৮ পিএম

চলমান ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ করার পর আগামী ১২ এপ্রিল থেকে স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

ইসির আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে জানান, ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ সীমিত ছিল। এছাড়া কারিগরি যন্ত্রপাতিগুলো হালনাগাদ কার্যক্রমে ব্যস্ত থাকায় বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।

ইসি জানিয়েছে, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২,২৭৪ জন। এর মধ্যে স্মার্ট এনআইডি পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯,৩৪৯ জন। বাকি ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন এখনও এই সেবা থেকে বঞ্চিত।

ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী জুনে আরও একটি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে নতুনভাবে ৫০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে দীর্ঘ আট বছরেও দেশের সব নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছানো সম্ভব হয়নি।

   

About

Popular Links

x