Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় পরিচয়পত্রে একাধিক স্ত্রীর নাম যুক্ত করার সিদ্ধান্ত আসতে পারে

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাক নাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

ইতোমধ্যে এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

সোমবার (১০ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক এনআইডি অনুবিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজকে বলেন, “আজ এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অনেকের একাধিক ডাক নাম থাকে। অনেকের আবার একাধিক স্ত্রীও থাকে। এগুলোর সমাধানও করতে পারছি না। এজন্য এটা নিয়ে বসেছিলাম। এছাড়া একটা খসড়াও করেছি। এক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাক নামটা নিয়ে নিতে পারি তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে।”

তিনি জাগো নিউজকে আরও বলেন, “অনেকের একাধিক স্ত্রীও থাকেন। আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রী যদি কারও থাকে, তার নামটা আগেই সংরক্ষণ করে নিই, তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না।”

   

About

Popular Links

x