Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি ঘোষণা ইসি কর্মকর্তাদের

বৃহস্পতিবার সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:৩৬ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছে রাখার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংস্থাটির কর্মকর্তা–কর্মচারীরা।

বুধবার (১২ মার্চ) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। তারা এ কর্মসূচির নাম দিয়েছেন ‘‘স্ট্যান্ড ফর এনআইডি’’।

ইসি সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও সারাদেশে ইসির মাঠপর্যায়ের কার্যালয়ে বেলা ১১টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

অন্তর্বর্তীকালীন সরকার জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা। ৫ মার্চ তারা এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন এবং কিছু সময় তার কার্যালয়ের সামনে অবস্থান করেন।

সংবাদ সম্মেলনে মনির হোসেন বলেন, “৫ মার্চ স্মারকলিপি দিয়েছিলাম। তারা বলেছিলেন ১২ মার্চের মধ্যে দাবি মানা না হলে কর্মসূচি দেবেন, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।”

মনির হোসেন আরও বলেন, “বৃহস্পতিবার সারাদেশে নির্বাচন কমিশন কার্যালয় ও অফিসগুলোতে বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করব। আগামীকাল সারাদেশে এই কর্মসূচি পালিত হবে।”

   

About

Popular Links

x