Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

আজকের দিনটি ব্যাচেলরদের জন্য

১১ নভেম্বর সারা বিশ্বে ব্যাচেলর দিবস পালন করা হয়

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

প্রেম-বিয়ে, ভালোবাসা প্রায় প্রতিটা মানুষের কাছেই কাঙ্ক্ষিত। তবে অনেকেই নানা কারণে এখনও বঞ্চিত এই অনুভূতি থেকে। তাদের কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য হলেও যারা এখনও ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে পারেননি, তাদের উদ্দেশ্যেই আজ আজ ১১ নভেম্বর সারা বিশ্বে পালন করা হচ্ছে বিশ্ব ব্যাচেলর দিবস।

দিনটি “সিঙ্গেল দিবস”হিসেবে অধিক পরিচিতি পেলেও আদতে এটি “ব্যাচেলর দিবস” নামেই শুরু হয়েছিল।

১৯৯০ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এটি চালু হয়।

নভেম্বর ইংরেজি বর্ষের ১১তম মাস। ফলে সব মিলিয়ে এতে আছে চারটি এক: ১১-১১। প্রতিটি এক আসলে একক ব্যক্তির প্রতিনিধিস্বরূপ। অর্থাৎ পাশাপাশি থেকেও যে একা থাকা যায়, ১১ নভেম্বর যেন তা-ই বোঝাচ্ছে।

তাই ব্যাচেলররা আজকের দিনটি পালন করতে পারেন। যুগলেরা পালন করুক প্রেম বা বিয়েবার্ষিকী কিংবা চকলেট, গোলাপ, প্রস্তাব, প্রতিশ্রুতি, চুমু কিংবা আলিঙ্গন দিবস। বিপরীতে ব্যাচেলর বন্ধুরা সব মিলে আজকে হোক জম্পেশ ব্যাচেলর পার্টি।

   

About

Popular Links

x