Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভালোবাসা দিবসের কোন উপহারের কী অর্থ?

ভালোবাসা দিবস উদযাপনের বড় অংশজুড়ে রয়েছে উপহার বিনিময়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম

ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব মাতবে প্রেমে। ভালোবাসা দিবস ছাড়াও এই মাসে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু দিবস। আর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তো উদযাপিত হচ্ছে ভ্যালেন্টাইন উইক বা ভালোবাসার সপ্তাহ।

বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের বড় অংশজুড়ে আছে উপহার বিনিময়। কিন্তু আপনি জানেন কী প্রিয় মানুষটিকে দেওয়া উপহার থেকে আপনাদের সম্পর্ক আসলে কোথায় দাঁড়িয়ে আছে তা অনেকটাই বোঝা যায়?

একেক উপহার বহন করে সম্পর্কের একেক পর্যায়, একেক অধ্যায়। চলুন জেনে নেওয়া যাক কোন উপহারের কোন অর্থ-

ফুল এবং চকলেটকে বলা হয় সবচেয়ে নিরাপদ উপহার। ফুল কিনতে সত্যি বলতে কোনো ভাবনা-চিন্তাই দরকার হয় না। তাছাড়া এক গোছা লাল টুকটুকে গোলাপ আর এক বাক্স চকলেট কার না ভালো লাগে? একইসঙ্গে এই উপহারটি দুটি ভীষণ স্পেশাল, এর কিন্তু আছে অন্যরকম অর্থও। অনেকের কাছে সঙ্গী এ ধরনের উপহার দিচ্ছেন মানে তিনি এটা নিয়ে খুব একটা মাথা খাটাচ্ছেন না। গৎবাঁধা চিরাচরিত উপহার দিয়েই আনুষ্ঠানিকতা সারছেন।

অন্তর্বাস উপহার দেওয়ার মাধ্যমে নিশ্চিতভাবেই বুঝিয়ে দিচ্ছেন, আপনার সঙ্গী সম্পর্কের উষ্ণতা বাড়িয়ে তুলতে চান।

হাল ফ্যাশনের যে কোনো গ্যাজেট উপহার দেওয়ার জন্য আপনার সঙ্গী একেবারে ১০০-তে ১০০ নম্বর পাবেন। এ ধরনের উপহার এটাই ইঙ্গিত দেয় আপনার সঙ্গী প্র্যাক্টিকাল, আপনার প্রয়োজনের কথাটাও তার মাথায় থাকে সারাক্ষণ।

ঘনিষ্ঠতায় অন্য মাত্রা এনে দেয় পারফিউমের মতো উপহার। এর অর্থ আপনার সঙ্গী পরখ করে দেখেছেন, বোঝার চেষ্টা করেছেন কোন গন্ধটা আপনার বেশি ভালো লাগে। সেইসঙ্গে বাড়িয়ে তুলতে চাইছেন সম্পর্কের উষ্ণতাও।

   

About

Popular Links

x