Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

এবার বিবাহ বিচ্ছেদের পথে গোবিন্দ

৩৭ বছরের দাম্পত্যে ইতি টানতে যাচ্ছেন গোবিন্দ-সুনীতা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম

অভিনেতা গোবিন্দ তার দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন। দাম্পত্য সঙ্গী সুনীতা আহুজার সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারের পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। এবার সেটাই সত্যি হতে চলেছে।

জানা গেছে, এত বছরের সম্পর্কে দাঁড়ি টানতে চলছেন গোবিন্দ-সুনীতা। দীর্ঘ দিন বলিউডে সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন।

সুনীতা ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাদের বসবাস আলাদা। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন একটি ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন বলিউড অভিনেতা গোবিন্দ।

শোনা যাচ্ছে, এই বয়সে পরকীয়া জড়িয়েছেন নায়ক! প্রায় অর্ধেক বয়সি মারাঠি এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ-সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এমনটা ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। ওই সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। তিনি বলেন, “আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০-এর বেশি বয়স। জানি না, কখন কী করবে।”

সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনো রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দর। সুনীতা বলেন, “কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!”

প্রথম জীবনে অবশ্য গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের কাছ থেকে। ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে! তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত।

 

   

About

Popular Links

x