Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

বনানী কবরস্থানে সমাহিত হবেন কাজী শাহেদ আহমেদ

ধানমন্ডি ৭ নম্বর রোড জামে মসজিদে জানাজার নামাজের পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৪:৩৭ পিএম

বনানী কবরস্থানে সমাহিত করা হবে বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক, প্রকাশক, লেখক ও জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদকে। তার প্রথম জানাজার নামাজ মঙ্গলবার জোহরের পর ধানমন্ডি ৭ নম্বর রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ আগস্ট) তার পরিবার সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কাজী শাহেদ আহমেদ।

কাজী শাহেদ আহমেদের ছোট ছেলে কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, ধানমন্ডি ৭ নম্বর রোড জামে মসজিদে জানাজার নামাজের পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে। সেখানে আসরের পরে গুলশান আজাদ মসজিদের তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কাজী শাহেদ আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী। বড় ছেলে কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। মেজো ছেলে কাজী আনিস আহমেদ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক। ছোট ছেলে ইনাম আহমেদ জেমকন গ্রুপের পরিচালক।

টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের প্রয়াণ
২৮ আগস্ট ২০২৩, ২৩:৩৮
বনানী কবরস্থানে সমাহিত হবেন কাজী শাহেদ আহমেদ

About

Popular Links