Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

এমপি আনোয়ারুল হত্যা: কলকাতায় ১৪ দিনের রিমান্ডে সিয়াম

আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক হন সিয়াম

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৯:৫০ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে ১৪ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৮ জুন) দুপুরে তাকে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১৪ দিনের হেফাজতে চায় সিআইডি। আদালত তা মঞ্জুর করেন। আগামী ২২ জুন ফের তাকে আদালতে তোলা হবে।

আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক হন সিয়াম। গতকাল শুক্রবার তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। এ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে তিনজন বাংলাদেশে, বাকি দুজন কলকাতায়।

বাংলাদেশে গ্রেপ্তার আসামিরা হলেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। ভারতে আছেন জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, আনোয়ারুল আজীম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের সহযোগী হলেন সিয়াম।

এদিকে, এই মামলার অন্যতম আসামি কসাই জিহাদ হাওলাদারকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। 

১২ দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার জিহাদকে বারাসত জেলা ও দায়রা আদালতে তোলা হলে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস এই আদেশ দেন।

সেক্ষেত্রে আগামী ২১ জুন ফের তাকে আদালতে তোলা হবে। এই মুহূর্তে দমদমের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন জিহাদ। তবে প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে সিআইডির তদন্তকারী কর্মকর্তারা কারাগারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

টাইমলাইন: এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড
০৮ জুন ২০২৪, ২১:৪৯
এমপি আনোয়ারুল হত্যা: কলকাতায় ১৪ দিনের রিমান্ডে সিয়াম
   

About

Popular Links

x