Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম বেঁচে নেই

আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য

আপডেট : ২৮ মে ২০২৪, ০৩:০৭ পিএম

চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বেঁচে নেই। তাকে হত্যা করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২২ মে) কলকাতার নিউটাউনের একটি ভাড়া বাসায় তার মরদেহের সন্ধানে অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ।এ ঘটনায় দুজনকে আটক করেছে নিউটাউন থানা পুলিশ।

এর আগে তিনি জানিয়েছিলেন, গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। এরপর দুই দিন পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে গত ১৪ মে থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তার ব্যবহৃত হোয়াটস অ্যাপ নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

টাইমলাইন: এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড
২২ মে ২০২৪, ১১:৩৫
ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম বেঁচে নেই
   

About

Popular Links

x