ঢাকার বেইলি রোডের ভয়াবহ আগুনে মারা গেছেন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল “দ্য রিপোর্ট”-এর সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী। বর্তমানে তার লাশ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) অভিশ্রুতির লাশটি শনাক্ত করেন “দ্য রিপোর্ট”-এর প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী।
তিনি বলেন, “গত জানুয়ারি মাসে চাকরি ছেড়েছিলেন অভিশ্রুতি। সকালে জানতে পারি অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না। তখন বার্ন ইনস্টিটিউটের মর্গে তাকে খুঁজে পাই। অভিশ্রুতির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “অভিশ্রুতি নির্বাচন কমিশন বিটে কাজ করতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার পরিবার কুষ্টিয়াতে বসবাস করে। কিছুদিন আগে ইডেন মহিলা কলেজ থেকে স্নাতক পরীক্ষা দিয়েছেন। মৌচাকের সিআইডি অফিসের বিপরীতে একটি মেসে থাকতেন।”
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় “কাচ্চি ভাই” রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। দ্রুতই আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা লোকজন আতঙ্কে উপরে উঠে যায়। ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।
এদিকে, অভিশ্রুতি শাস্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন “রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)”। শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান হাসিবের পাঠানো বার্তায় শোক জানায় আরএফইডি।
শোক বার্তায় জানানো হয়, সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর মৃত্যুতে আরএফইডি’র সভাপতি একরামুল হক সায়েম ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।