Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

দাম বাড়ছে সব ধরনের কোমল পানীয়ের

এনার্জি ড্রিংকস ও কার্বোনেটেড বেভারেজের টার্নওভার কর ০.৬% থেকে বাড়িয়ে ৩% করা হচ্ছে

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:৪১ পিএম

২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে প্রায় ১১%। ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে নতুন অর্থবছরের প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। এবার বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

বিকেল ৩টায় প্রস্তাবিত বাজেট পেশ করা শুরু করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি “সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার” শীর্ষক বাজেট বক্তব্য উপস্থাপন করবেন।

এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

এবারের বাজেটে যুব সমাজের মধ্যে জনপ্রিয় এনার্জি ড্রিংকস ও কার্বোনেটেড বেভারেজের টার্নওভার কর ০.৬% থেকে বাড়িয়ে ৩% করা হচ্ছে। একই সঙ্গে সরবরাহ পর্যায়ে ভ্যাট বাড়ানো হচ্ছে। 

এ কারণে কার্বোনেটেড বেভারেজ ও এনার্জি ড্রিংকসের দাম বাড়তে পারে। এর সঙ্গে সিগারেটের মূল্যস্তর ও সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। বিধায় ধূমপায়ীদের খরচ বাড়ছে নিশ্চিতভাবেই বলা যায়।

টাইমলাইন: জাতীয় বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৬:৫০
০৬ জুন ২০২৪, ১৫:৪৮
০৬ জুন ২০২৪, ১৫:২১
০৬ জুন ২০২৪, ১৫:০৮
০৬ জুন ২০২৪, ১৫:০৭
দাম বাড়ছে সব ধরনের কোমল পানীয়ের
   
Banner

About

Popular Links

x