২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দেশে ২৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ শুল্ক ৫% হতে বৃদ্ধি করে ১৫% করার সুপারিশ করা হয়েছে। যার ফলে, বৃদ্ধি পাবে এ জাতীয় মোটরসাইকেলের দাম।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার আগে প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার অনুমোদন হয় এবং পরে ওই প্রস্তাবে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী বলেন, “২৫০ সিসির ওপরের ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের জন্য যন্ত্রাংশগুলো আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০% ধার্য করার সুপারিশ করছি। একইসঙ্গে বাংলাদেশ কাস্টমস ট্যারিফে সংশ্লিষ্ট পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক ৫% হতে বৃদ্ধি করে ১৫% ধার্য করার সুপারিশ করছি।”
২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট।
অর্থ বিভাগের ওয়েবসাইট এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল পাওয়া যাবে। এসব ওয়েবসাইট থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজেট সম্পর্কিত যেকোনো তথ্য পড়তে ও ডাউনলোড করতে পারবেন।
পাশাপাশি দেশ বা বিদেশ থেকে [email protected] ইমেইলে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।