Tuesday, June 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

যেসব পণ্যের দাম কমতে পারে

এবার বেশকিছু পণ্যে কর কমাতে পারে সরকার

আপডেট : ০৬ জুন ২০২৪, ০১:৫৬ পিএম

প্রতি বছর বাজেটে কোন পণ্যের দাম কমতে পারে সেদিকে সাধারণ মানুষের আগ্রহ থাকে সর্বোচ্চ। এবার বেশকিছু পণ্যের কর কমাতে পারে সরকার। এর মধ্যে রয়েছে- গুঁড়ো দুধ, দেশে তৈরি মোটরসাইকেল, ল্যাপটপসহ অনেক পণ্য।

যেসব পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে

বাজেটে প্যাকেটজাত গুঁড়ো দুধ আমদানিতে ২০% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে বাজারে গুঁড়ো দুধের দাম কমতে পারে। এছাড়া চকলেট আমদানিতে শুল্ক ২৫% কমছে। ফলে চকলেটের দাম কমতে পারে। ল্যাপটপ আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। এতে সবমিলিয়ে পণ্যটিতে ৩১%-এর পরিবর্তে ২০.৫০% শুল্ক-কর দিতে হবে। ফলে কমতে পারে ল্যাপটপের দাম।

কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানির শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমতে পারে। বিমানের ইঞ্জিন-প্রপেলার আমদানি পর্যায়ে কমতে পারে মূসক। ফলে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ খরচ কমতে পারে। দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টসের আমদানি শুল্ক কমছে। এতে দেশে তৈরি মোটরসাইকেলের দাম কমতে পারে।

রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করা হতে পারে। এতে লোহাজাতীয় পণ্যের দাম কমতে পারে। বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ-সকেটের দাম কমার সম্ভাবনা আছে। কারণ দেশে উৎপাদিত সুইচ-সকেট, হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে। ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। এ কারণে ইলেকট্রিক মোটরের দাম কমবে।

কাঁচামালের ওপর আমদানি শুল্ক কমানোয় দাম কমতে পারে ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত উপকরণ ডায়লেসিস ফিল্টারের। সার্কিটের ওপর আমদানি শুল্ক ৯% কমতে পারে। এতে কমতে পারে ডায়ালাইসিসের খরচ। স্পাইনাল সিরিঞ্জ ও ডেঙ্গু কিটে রেয়াতি সুবিধা থাকায় এ পণ্য দুটির দামও কমতে পারে।

টাইমলাইন: জাতীয় বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৬:৫০
০৬ জুন ২০২৪, ১৫:৪৮
০৬ জুন ২০২৪, ১৫:২১
০৬ জুন ২০২৪, ১৫:০৮
০৬ জুন ২০২৪, ১৩:৫৬
যেসব পণ্যের দাম কমতে পারে

About

Popular Links