Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাজেট উত্থাপন শুরু

চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:১০ পিএম

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দেশের ৫৩তম প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেছেন। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন তিনি।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে বাজেট পেশ করার অনুমতি চান অর্থমন্ত্রী। স্পিকারের অনুমতির পর অর্থমন্ত্রী বাজেট উত্থাপন শুরু করেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাবিত বাজেট উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়।

এটি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট ঘোষণা। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম “সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার”।

চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এটি হবে প্রথম বাজেট। এবার বাজেটের আকার হতে যাচ্ছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা বা জিডিপির ১৪.২০%। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। 

প্রস্তাবিত বাজেটের ওপর সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে। ঈদ-উল-আজহার কারণে ১৩ জুন অধিবেশন মুলতবি হয়ে ১৯ জুন পুনরায় শুরু হবে। সংসদের কার্যাবলি বিবেচনায় স্পিকার চলতি অধিবেশনের স্থায়িত্বকাল নির্ধারণ করবেন। অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো পরিবর্তনের ক্ষমতা স্পিকারের রয়েছে।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট (১৯৭২-৭৩) ছিল ৭৮৬ কোটি টাকার। এ বাজেট দিয়েছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দীন আহমদ। পরের দুটি বাজেটও দিয়েছিলেন তিনি। এর আগে মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১৯ জুলাই দৈনন্দিন ও অপরিহার্য ব্যয় নির্বাহে একটি বাজেট পেশ করেছিল। সবমিলিয়ে ১৩ জন অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বাজেট দিয়েছেন।

এর আগে টানা পাঁচবার বাজেট দেন আ হ ম মুস্তফা কামাল। তার আগে টানা ১০ বার বাজেট দিয়ে রেকর্ড গড়েন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া বাজেট দেন টানা ছয়বার। তবে আবুল মাল আবদুল মুহিত টানা ১০ বাজেট ছাড়াও এরশাদ সরকারের সময় (১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছর) দুটি বাজেট দিয়েছিলেন। এ হিসেবে মুহিতের উপস্থাপনকারী বাজেটের সংখ্যা ১২টি। এছাড়া প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানেরও ১২টি বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে।

টাইমলাইন: জাতীয় বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৬:৫০
০৬ জুন ২০২৪, ১৫:৪৮
০৬ জুন ২০২৪, ১৫:২১
০৬ জুন ২০২৪, ১৫:০৮
বাজেট উত্থাপন শুরু
   

About

Popular Links

x