২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বৈদ্যুতিক বাতির মধ্যে এলইডি ও এনার্জি সেভিং বাতি উপকরণ আমদানিতে ১০% শুল্কারোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী বাতির ভ্যাট ১০% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে।
৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বাজেটে একই হারে টিউবলাইটেরও ভ্যাট বাড়ানো হয়েছে। এ কারণে এলইডি, এনার্জি সেভিং বাতি ও টিউবলাইটের দাম বাড়তে পারে।
বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, “এলইডি ল্যাম্প ও এনার্জি সেভিং বাল্ব উৎপাদনকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক ও মূসক অব্যাহতি ছিল। এ সুবিধা কিছুটা কমিয়ে আমদানি শুল্ক ১০% নির্ধারণ করা যেতে পারে।”