Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাজেট বাস্তবায়নের অযোগ্য: ১২ দলীয় জোট

জোটের নেতারা বলেছেন, ‘ঋণ ও ঘাটতিভিত্তিক এত বড় বাজেট আগেও বাস্তবায়ন সম্ভব হয়নি, এবারও হবে না’

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৬:১৭ পিএম

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে জনকল্যাণহীন বলে আখ্যায়িত করেছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। জোটের নেতারা বলেছেন, “জনরায়হীন একটি অবৈধ সরকারের বাজেট কখনোই জনগণের কল্যাণে আসতে পারে না।”

রাজস্ব আহরণের ঘাটতির ফলে সরকারকে অতিমাত্রায় বিদেশি ও আভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরশীল বাজেট প্রণয়ন করতে হয়েছে বলেও মন্তব্য করেছে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে সংসদে প্রস্তাবিত বাজেটে উপস্থাপনের পর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন জোটের নেতারা।

১২ বিলিয়ন ডলার ঋণের ওপর সুদ পরিশোধ করতে হবে যা প্রস্তাবিত বাজেটের রাজস্ব আয়ের এক-তৃতীয়াংশ বলে উল্লেখ করেন জোট নেতারা। তারা বলেন, “বর্তমানে দেশে মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ৬০ হাজার ছুঁইছুঁই। প্রস্তাবিত বাজেটে বিশাল ঘাটতি পূরণের কোনো দিক-নির্দেশনা নেই।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঋণ ও ঘাটতিভিত্তিক এত বড় বাজেট আগেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি, এবারও সম্ভব হবে না। আর্থিক খাতের সংস্কার ও দুর্নীতি, হরিলুটের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের ব্যয় কমানোর কোনো উদ্যোগ এ সরকার গ্রহণ করেনি।”

জোট নেতারা বলেন, “বেনজীর ও আজিজের মতো মহা-দুর্নীতিবাজ তৈরিতে ও পৃষ্ঠপোষকতায় এই অবৈধ দুর্নীতিবাজ সরকার কালো টাকা সাদা করার বিধান রেখেছে এই বাজেটে। প্রস্তাবিত বাজেট গরিবের পকেট কাটার বাজেট। কুইক রেন্টালের ক্যাপাসিটি চার্জ বাবদ সরকার বছরে ৩ বিলিয়ন ডলার ব্যয় করে থাকে। আওয়ামী লীগ ও লুটেরাদের পকেট ভারি করার লক্ষ্যে গরিবের পকেট কাটা হচ্ছে এ বাজেটে।”

বিবৃতিতে স্বাক্ষর করেন জোটপ্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

টাইমলাইন: জাতীয় বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৮:১৭
বাজেট বাস্তবায়নের অযোগ্য: ১২ দলীয় জোট
০৬ জুন ২০২৪, ১৬:৫০
০৬ জুন ২০২৪, ১৫:৪৮
০৬ জুন ২০২৪, ১৫:২১
০৬ জুন ২০২৪, ১৫:০৮
   

About

Popular Links

x