দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেন তিনি।
ভোটগ্রহণ শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘‘আমার কাজ ভোট আয়োজন করা, কে ভোট দিতে আসবে কি আসবে না, সহিংস পরিস্থিতি কী হবে না হবে, জানি না। সহিংসতার বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে।’’
সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি এখানে আমার ভোট দিতে আসছি। আমি জানি না।”
ভোট নিয়ে আপনার সন্তুষ্ট কি-না, সাংবাদিকরা এমন প্রশ্নের করলে তিনি কোনো উত্তর দেননি।